সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ১নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের মিজিমিজি বাতানপাড়া এলাকার মরহুম আবেদ আলী মেম্বারের সন্তান মহিউদ্দিন নিজেকে তার বাবার জীবনের আদর্শ নিয়ে নাসিক ১নং ওয়ার্ড তথা সিদ্ধিরগঞ্জের অবহেলিত অসহায় মানুষের পাশে দাড়াতে চান। মানুষের কল্যানে সারা জীবন কাজ করার উদ্দেশ্য নিয়ে সোমবার সাংবাদিকদের সাথে অনলাইন মতবিনিময় তিনি এ কথা জানান।
তিনি বলেন, মানুষের জন্য কাজ করাই আমার উদ্দেশ্য। আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। মানুষের জন্য কাজ করতে পারলে আমার ভালো লাগে। আমার পূর্বপুরুষের ইতিহাস সমাজকর্ম করার ইতিহাস, মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস, মানুষকে বুকে টেনে নেয়ার ইতিহাস। তাদের সেই কাজকে আমি শুধু ধরেই রাখতে চাই না, আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এর বাইরে আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। মানব সেবার বড় উদাহরণ টেনে তিনি বলেন, আমি মনে করি তরুন সমাজ সেবকদের দ্বারাই দেশের উন্নতি সাধিত হবে। এ সময় এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আমি মিজমিজি এলাকার সন্তান। আমাকে আপনাদের সন্তান মনে করে নির্দিধায় আদেশ-নির্দেশ-উপদেশ দেবেন। আমি ব্যক্তিগতভাবে কিছুই চাই না। আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
তিনি বলেন, আমি চাই, আমার বাবার জীবনের আদর্শ বুকে নিয়ে মিজমিজি এলাকার অবহেলিত অসহায় মানুষের পাশে দাড়াতে তাদের সুখে দুঃখে একসাথে থাকতে এবং সমাজের মাদকাসক্ত তরুণ প্রজন্মকে তাদের অন্ধকার জীবন থেকে বের করে আনতে। আর সে লক্ষ্যে কাজ করতে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। মানবতার সেবা নিয়ে তিনি আরও বলেন, আমি কোন নেতা হতে চাই না। আমি মানুষের সেবক হতে চাই। মানবতার সেবায় সর্বদা নিয়োজিতো থাকার দৃঢ় ইচ্ছা নিয়ে বলেন, সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে আর্ত মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি।
মহিউদ্দিন সিদ্ধিরগঞ্জ মিজিমিজির মরহুম আবেদ আলী মেম্বার এর সন্তান, মরহুম আবেদ আলী মেম্বার স্বাধীনতা পরবর্তী সময়ে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত মেম্বার ছিলেন। তিনি ২০০০ইং সনে পাপুয়া নিউগিনি তে গিয়ে ব্যবসা শুরু করেন। সময়ের সাথে সাথে পাপুয়া নিউগিনিতে তিনি সফলতার সহিত ব্যবসা করে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে আয় করে নিজ দেশে বৈদিশিক রেমিট্যান্স পাঠিয়ে একজন দেশ প্রেমিক রেমিট্যান্স যোদ্ধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার পিতার মৃত্যুর পর মরহুম আবেদ আলী (মেম্বার) ফাউন্ডেশন নামীয় একটি অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান এর চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালনের মাধ্যমে এলাকার হতদরিদ্র সুবিধাবঞ্চিতদের সেবা করে যাচ্ছেন। তিনি মিজমিজি এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য। এলাকার স্থানীয় মানুষ ও হতদরিদ্র মানুষের কাছে দানবীর, শিক্ষানুরাগী, সমাজ সেবক হিসেবে ব্যাপক জনপ্রিয় একজন মানুষ মহিউদ্দিন।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.