খুলনা জেলা প্রতিনিধ সাইফুজ্জামান সুমন:
সুন্দরবনে কাঁকড়া ধরার নৌকা মালবাহী কার্গো জাহাজের সাথে ধাক্কা লেগে পানিতে ডুবে যাওয়া জেলে নুর ইসলামের লাশ ৩ দিন পর উদ্ধার করা হয়েছে।নিহত নুর ইসলাম (৪৮) উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের শেখসরদার পাড়া গ্রামের জব্বার শেখের পুত্র।
হতদরিদ্র নুর ইসলামের লাশ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে সুন্দরবনের নলবুনিয়া খাল হতে উদ্ধার করে বন বিভাগের সদস্যরা। গত (২১) নভেম্বর কাশিয়াবাদ স্টেশন হতে কাঁকড়া ধরার পারমিট নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরতে যায় নুর ইসলাম । বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, গত সোমবার (২৫ নভেম্বর) গভীর রাতে সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ বজবজা টহল ফাঁড়ির ঝপঝুপিয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে। সেই থেকে নিখোঁজ নূর ইসলামের সন্ধানে অভিযান অব্যাহত রাখে বন বিভাগের সদস্যরা। দির্ঘ তিন দিন পর মৃত্যু অবস্থায় নলবুনিয়া খাল হতে তার লাশ উদ্ধার করা হয়েছে। কাঁকড়া ধরে বাড়ি ফিরে আসার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি। তার সাথে থাকা অপর সঙ্গী জাকির হোসেন সাতরিয়ে নদীর কিনারে আসলে সেখান থেকে ঐ দিন জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা হয় । তবে সেই থেকে নুর ইসলামের কোন খোজ মেলেনী। অবশেষে তিন দিন পর নদী থেকে নূর ইসলামের লাশ উদ্ধার করা হয়।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.