স্টাফ রিপোর্টার,সাইফুজ্জামান সুমন।
কয়রা,খুলনা।
কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা, র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১০ নভেম্বর রবিবার সকাল ১১:৩০ টায় কপোতাক্ষ কলেজ মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি নেতা জি এম মাওলা বক্সের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও যুবদলের আহ্বায়ক শরিফুল আলম,যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান,যুগ্ম আহ্বায়ক এফ,এম মহররম হোসেন,মোতাসিম বিল্লাল সদস্য সচিব যুবদল, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এ্যাড. মন্জুরুল আলম (নান্নু),শ্রমিকদল নেতা আ: রউফ,এ,এ করিম।ছাত্রদলনেতা মেহেদী হাসান সবুজ,সাব্বির। জাসাস নেতা মাস্টার জাফরিন,ডা.আমিনুর রহমান।মহিলাদল নেত্রী ফাতেমা খাতুন মুক্তা প্রমুখ।ছাত্রদল,যুবদল,কৃষকদল,শ্রমিকদলসহ অন্যন্যাদলের নেতৃবৃন্দ। সবাই আওয়ামী ফ্যাসিবাদের ১৭ বছরের সকল অপকর্মের কাহিনী তুলে ধরে বক্তব্য প্রদান করে।তারা আরে বলে ১৭ বছর ক্ষমতায় থেকে বিএনপিকে দমিয়ে রাখতে চেষ্টা চালায় এবং বিএনপি দলকে বাংলা থেকে মুছে ফেলার চেষ্টা করে।আলোচনা শেষে ৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.