শনিবার, ২৪ মে ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
Headline
বগুড়ায় ধারালো অস্ত্রসহ ৭ ছিনতাইকারী আটক
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ১:২৯ অপরাহ্ন

 

মোঃ শহিদুল ইসলাম(স্টাফ রিপোর্টার):

বগুড়ায় ধারালো অস্ত্রসহ ৭ ছিনতাইকারী পুলিশের কব্জায় আটক।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নারুলি ফাঁড়ীর পুলিশ শহরের উত্তর চেলোপাড়া লাশ ঘরের সামনে রাস্তায় একটি চেকপোস্ট বসিয়ে ছিল। ধৃতদের একটি সিএনজি অটোরিকশা ওই চেকপোস্টে আটকা পড়ে। এসময় পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের গতিমতি পুলিশের সন্দেহ হলে তাদের তল্লাশি চালায়। এক পর্যায়ে তাদের হেফাজতে রাখা একটি চায়নিজ কুড়াল, ২টি বড় চাপাতি, ১টি বার্মিজ চাকু, ১টি বেতের লাঠি, ৮৯০ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, সদরের গোকুল উত্তরপাড়া গ্রামের মোঃ জাকারিয়া ইসলাম (২৪), গোকুল পলাশবাড়ি গ্রামের মামুন ইসলাম (২৩), সদরের চালিতাবাড়ি এলাকার মেহেদি হাসান (২৪), মহাস্থান মোল্লাপাড়া গ্রামের জহির মোল্লা (১৯), গোকুল বোরহান গেট এলাকার মেহেদি (২০), মহাস্থান পাথরপাড়া গ্রামের মডেল তারকা রিমন (১৮) ও মহাস্থান প্রতাব বাজু গ্রামের রহমত আলী স্বপ্ন (১৮)।

 

সদর থানার ওসি এসএম মইনুদ্দীন জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তারা উল্লেখ্য অস্ত্র নিয়ে আইনী অপরাধে করতে একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বের হয়েছিল৷ এদের মধ্যে মহাস্থান মোল্লাপাড়া গ্রামের জহির মোল্লা ও মহাস্থান প্রতাব বাজু গ্রামের রহমত আলী স্বপ্ন এর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আরেকটি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন