সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সন্ত্রাসী হামলায় আহত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও মুক্তিযুদ্ধ প্রজম্ম দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল। মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো এক্টিভ হাসপাতালে চিকিৎসাধীন আকবর হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
এ সময় তিনি আকবর হোসেনসহ আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত হওয়ার খবর পেয়ে মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেই তাকে দেখতে হাসপাতালে ছুটে যান।
এ সময় মুক্তিযুদ্ধ প্রজম্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখা ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। আদমজীনগর কদমতলী এলাকায় থানা বিএনপি আয়োজিত জনসভা শেষ করে বাসায় ফেরার পথে শুক্রবার (১ নভেম্বর) রাত ৮ টায় রসুলবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্যরা হলেন, নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, একই ওয়ার্ড শ্রমিকদলের যুগ্ম-সম্পাদক মনা হোসেন ও বিএনপি নেতা হানিফ। আহত আল-আমিন জানান, জনসভা শেষ করে শিমরাইল মোড় থেকে আমরা রিক্সাযোগে সানারপাড় বাঘমারা বাসায় যাচ্ছিলাম। আমাদের বহনকারী রিক্সা নাসিক ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ জালাল বাদলের বাড়ি পার হয়ে রসুলবাগ পৌঁছলে কুদ্দুছ মোল্লার ছেলে স্বপন মোল্লার নেতৃত্বে ৪০-৫০ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে আমাদের এলোপাথারি কুপিয়ে আহত করে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.