নিজস্ব প্রতিবেদক:
দলের চেয়ারম্যান-মহাসচিবসহ নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় শনিবার (২ নভেম্বর) সমাবেশ ডেকেছে জাতীয় পার্টি। ওইদিন দুপুরে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় সমাবেশে দলের চেয়ারম্যান জি এম কাদেরের উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাবেশ নিয়ে শুক্রবার (১ নভেম্বর) বনানীতে সংবাদ সম্মেলন করেছেন জি এম কাদের। এসময় তিনি বলেন, ‘দুই তারিখ আমাদের সমাবেশ কর্মসূচি চলবে। আমাদের কর্মসূচি ও আন্দোলন সবই চলবে নিয়মতান্ত্রিক এবং অহিংসভাবে’।
তিনি বলেন, ‘আমরা মরতে এসেছি, আমরা মরতে চাই, কত মারবে তোমরা আমরা দেখতে চাই। তারপরও আমাদের সমাবেশ হবে। আল্লাহ আমাদের প্রটেকশন দিচ্ছেন বলে এখনও বেঁচে আছি, অন্য কারও প্রটেকশনে নয়।’
‘বিচারের জন্য যদি আল্লাহর সাহায্যের দিকে চেয়ে থাকতে হয় তাহলে দেশ কীভাবে চলবে—প্রশ্ন রাখেন কাদের। তিনি বলেন, ‘আমরা একদিনের ডেমোক্র্যাসি চাই না। সবসময়ের ডেমোক্র্যাসি চাই। আমরা চাই সরকার হবে অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল’।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.