প্রতিনিধি পটুয়াখালী :
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় ‘দানা’য় রূপ নিয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। বুধবার (২৩ অক্টোবর) সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সমুদ্রও স্বাভাবিক অবস্থাঢ আছে। তবে সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে।
কলাপাড়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় উপজেলার সরকারি ১৭৫টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। মজুত রয়েছে পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার। জানমালের নিরাপত্তায় দুই হাজার ৩৮০ জন সিপিপি সদস্য ও পর্যাপ্ত অন্যান্য স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন।
পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা আক্তার জাহান জানান, পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘দানা’। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.