আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে প্রতিপক্ষের রাসায়নিক বিষ প্রয়োগে পুড়েছে ধানক্ষেত। উপজেলার রামনারায়ণপুর গ্রামের দানেশ উদ্দিনের পুত্র রেজাউল করিম ও আফতাব উদ্দিন এর পুত্র দেলদার হোসেন অভিযোগ করেন, "চক ভবানী গ্রামের হাফিজুর রহমান সাবু ও তার স্ত্রী জেসমিন আরা পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার আল-হেরা পাড়া বসবাস করেন এবং তাদের লোকজন দিয়ে গত ১০সেপ্টেম্বর মঙ্গলবার রাতে চক শরীফ মৌজায় আমাদের দখলীয় পৈত্রিক সূত্রে প্রাপ্ত আরএস ২৩৪ নম্বর খতিয়ানের ৭১৫ নম্বর দাগে ৬২ শতক জমি এবং রামনারায়ণপুর মৌজার আরএস ৮১ নম্বর খতিয়ানের ৫২৭ নম্বর দাগের সোয়া ৪১ শতক জমিতে রাসায়নিক প্রয়োগ করে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে। " রেজাউল গং আরো বলেন, নওগাঁ আদালতে মামলা চলমান আছে। ধান ক্ষেতে রাসায়নিক বিষ প্রয়োগের বিষয়ে অভিযুক্ত হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, "আমরা দূরে বসবাস করায় আমাদেরকে রেজাউল গং জমিতে ভিড়তে দেয় না, আদালতের রায় আমাদের পক্ষে আছে, তারা নিজেরা রাসায়নিক দিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করে। " এ বিষয়ে সুবিচার পেতে রেজাউল করিম ধামইরহাট থানায় অভিযোগ করেন। থানার তদন্ত কর্মকর্তা এসআই পরিতোষ চন্দ্র সরকার বলেন, "ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.