মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়া সৈনিক দল নাসিক ৩নং ওয়ার্ড আহবায়ক কমিটি ঘোষনা জনগণের অধিকার আদায়ে দলকে শক্তিশালী করতে হবে : গিয়াসউদ্দিন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ফতুল্লা থানার পুর্ণাঙ্গ ও সোনারগাঁও থানার আহবায়ক কমিটি ঘোষনা নাসিক ৭ নং ওয়ার্ডে সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের পক্ষে করোনা প্রতিরোধে লিফলেট বিতরন সিদ্ধিরগঞ্জে অসুস্থ বিএনপি নেতাদের খোঁজখবর নিলেন সাদরিল সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের এপিএস নির্বাচিত হওয়ায় সাদরিলকে সংর্বধনা সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তার নগর ভবনে হামলার দায় উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠদের: ইশরাক পৃথিবীর সর্বনাশের জন্য আমরা আসামি : প্রধান উপদেষ্টা সিদ্ধিরগঞ্জে সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের আহবানে করোনা প্রতিরোধে লিফলেট বিতরন
Headline
১৫ বছরে অনেক অন্যায় করানো হয়েছে, পুলিশ দুঃখিত ও লজ্জিত: বাহারুল আলম
আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৮ অপরাহ্ন

সিলেট প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের ওপর রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল। বিগত ১৫ বছরে এমন কোনও অন্যায় কাজ নাই যা পুলিশকে দিয়ে করানো হয়নি। সেজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত।’

শনিবার(২১ ডিসেম্বন) দুপুরে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেছেন এসএমপি কমিশনার মো. রেজাউল করিম। এসময় পুলিশপ্রধান বলেন, ‘পুলিশ পুনর্গঠনে কাজ করছে সংস্কার কমিশন। কমিশনে শিক্ষক, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা ও সংশ্লিষ্ট অনেকেই আছেন। তারা সরকারকে সংস্কারের বিষয়ে সুপারিশ করবেন।’

৫ আগস্টে সারা দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি থেকে প্রায় ৬ হাজার অস্ত্র লুট হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘এখনও দেড় হাজার অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধারে চেষ্টা চলছে। মাটি খুঁড়ে অস্ত্র বের করা কঠিন।’ তাই খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে সমাজের সব নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন আইজিপি।

মতবিনিময় সভায় পুলিশপ্রধান আরও বলেন, ‘গণঅভ্যুত্থানে নিহতের ঘটনায় দেশজুড়ে ভুয়া মামলা হচ্ছে। এতে নিরীহ মানুষদের আসামি করে চাঁদাবাজি করা হচ্ছে। তবে তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে যেন নিরপরাধ মানুষদের গ্রেফতার না করা হয়।’ নিরীহ মানুষেরা যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য সঠিকভাবে তদন্ত করবে পুলিশ বলেও জানান পুলিশপ্রধান বাহারুল আলম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। তাদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। পট পরিবর্তনের সময় কোনও পুলিশ অফিসার মারা যাননি। যারা মারা গেছেন তারা সবাই ইন্সপেক্টর পদমর্যাদার নিচে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মানতে গিয়ে তারা জনরোষে পড়েছেন। সুতরাং মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের চাঙা করাই আমাদের মূল কাজ।’

আদালত প্রাঙ্গণে আসামিদের মারধরের বিষয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, এই বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। বিজ্ঞ আদালত অপরাধীদের বিচারের ব্যবস্থা করবেন।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন